রূপকল্প (Vision):
পরিকল্পিত পরিবার; সমৃদ্ধ দেশ।
অভিলক্ষ্য (Mission):
বাংলাদেশের জনসংখ্যাকে পরিকল্পিতভাবে উন্নয়ন ও নিয়ন্ত্রণের মাধ্যমে সুস্থ্য,
সুখি ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।
উদ্দেশ্যসমূহ (Objectives):
১। জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস করা ও প্রতিস্থাপনযোগ্য জন উর্বরতা অর্জন করা।
২। মা, নবজাতক শিশুস্বাস্থ্য, কিশোর কিশোরী সেবা নিশ্চিত করা।
৩। জনগণের দোরগোড়ায় পরিবার পরিকল্পনা,মা ও শিশুস্বাস্থ্য সেবা পৌছানো।
৪। মাঠ পর্যায়ে মনিটারিং কার্যক্রম শক্তিশালীকরণ।
৫। তথ্য ব্যবস্থপনা উন্নয়ন।
৬। পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ।
৭। জন্মনিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।
৮। আর্থিক ব্যবস্থাপনায় সচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।
দৃষ্টি, মিশন এবং লক্ষ্য
দৃষ্টি:
বাংলাদেশকে “ স্মার্ট বাংলাদেশ ” একটি দেশে পরিণত করার লক্ষ্যে জনগণের স্বাস্থ্য, সুখী ও অর্থনৈতিকভাবে উৎপাদনশীল দৃষ্টিভঙ্গি দেখতে হবে।
মিশন:
মিশন এমন অবস্থার সৃষ্টি করে যার মাধ্যমে বাংলাদেশের জনগণ স্বাস্থ্যের সর্বোচ্চ অর্জনযোগ্য পর্যায়ে পৌঁছতে ও বজায় রাখার অপেক্ষায় রয়েছে।
গোল:
লক্ষ্য স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেবা অ্যাক্সেস এবং ব্যবহারে উন্নতির মাধ্যমে বাংলাদেশের সব নাগরিকের জন্য গুণগত ও ন্যায়সঙ্গত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।
সারা দেশে বাস্তবায়িত অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির মধ্যে একটি উন্নয়নমূলক কার্যক্রম এই লক্ষ্য অর্জনে HPNSDP- এর সাথে অবদান রাখবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস